বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। দু মাসের মধ্যে এটি গ্যাবার্ডের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় বৈঠক। ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডি.সি.-তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় তাঁদের প্রথম দেখা হয়।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে গ্যাবার্ড রাজনাথ সিংয়ের সঙ্গে ভারত-মার্কিন অংশীদারিত্ব আরও গভীর করতে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেন। বৈঠকে রাজনাথ সিং খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। নিষিদ্ধ খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) এবং তার প্রতিষ্ঠাতা প্রধান গুরপতয়ন্ত সিংহ পন্নুনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমেরিকার গোয়েন্দাপ্রধানের কাছে দাবি জানিয়েছেন রাজনাথ। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও দেখা করেন। রাজনাথ সিং এবং অজিত ডোভাল উভয়েই খালিস্তানি সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করে মার্কিন ভূমি থেকে পরিচালিত ভারতবিরোধী ইস্যুগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তুলসি গ্যাবার্ড নিজেদের মধ্যে উপহার বিনিময়ও করেন। মোদী গ্যাবার্ডকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহা কুম্ভ থেকে আনা গঙ্গাজল ভরা একটি ফুলদানি উপহার দেন।প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, নয়াদিল্লি-ওয়াশিংটন সুরক্ষা বিষয়ক অংশীদারি নিয়ে আলোচনা করেছেন নরেন্দ্র মোদী ও তুলসি গ্যাবার্ড।