জুকারবার্গকে তলব করতে পারে সংসদীয় স্থায়ী কমিটি

বঙ্গবার্তা ডেস্কঃ ২০২৪ সালের ভারতের সাধারণ নির্বাচন সম্পর্কিত ভুল মন্তব্যের জন্য সংসদীয় স্থায়ী কমিটির তলব পেতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার প্রধান মার্ক জুকারবার্গ। সংসদীয় কমিটির চেয়ারম্যান ও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেটাকে তলব করা হবে।এক্স-এ একটি পোস্টে শ্রী দুবে বলেন, “গণতান্ত্রিক দেশে মিথ্যা তথ্য ছড়ানো তার ভাবমূর্তিকে কলঙ্কিত করে। এই ভুলের জন্য সংস্থাটিকে সংসদ এবং দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”
১০ জানুয়ারি একটি পডকাস্টে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ৪০ বছর বয়সী জুকারবার্গ বলেছিলেন যে কোভিড মহামারী বিশ্বের সর্বত্র সরকারের প্রতি জনগণের আস্থাহানি ঘটিয়েছে। এই প্রসঙ্গে তিনি ভারতের উদাহরণটি ভুলভাবে উল্লেখ করেন। মার্ক জুকারবার্গ মন্তব্য করেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন নির্বাচনে শাসকদল পরাজিত হয়েছে। সেখানে ভারতের প্রসঙ্গও তোলেন তিনি। জুকারবার্গ বলেন, “২০২৪ সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে। ভারতেও হয়েছে। প্রত্যেক জায়গায় শাসকদল পরাজিত হয়েছে।”
করোনার সময় বিশ্বজুড়ে শাসকদলের উপর মানুষের আস্থা কমার ফল নির্বাচনে পড়ে বলে মন্তব্য করেন মেটার কর্ণধার।তিনি জানান করোনা মোকাবিলায় সরকারের আর্থিক নীতি কিংবা মুদ্রাস্ফীতি, এর প্রভাব পড়েছে নির্বাচনে।কিন্তু জুকারবার্গ নির্বাচনে প্রভাবে ভারতে শাসকদল পরাজিত হয়েছে এমনটা বোঝাতে চাইলেও বাস্তবে তা হয় নি।
একদিন আগেই জুকারবার্গের ভুল ধরিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লেখেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ-র উপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী। ফলে ২০২৪ সালে ভারত-সহ বিশ্বের বেশিরভাগ জায়গায় শাসকদল হেরে গিয়েছে বলে জুকারবার্গ যে দাবি করেছেন, তা বাস্তবে ভুল।”