শিঘ্রই হতে চলেছে ট্রাম্প-পুতিনের সাক্ষাৎ

বঙ্গবার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুব দ্রুতই’ দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।তিনি জানিয়েছেন যে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবেন।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুতিনের সঙ্গে সম্ভাব্য এই বৈঠকের নির্দিষ্ট কোনও সময়সীমার কথা না বলা হলেও এই বৈঠকটি অনুষ্ঠিত হলে তা হবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশের নেতাদের মধ্যে প্রথম কোনও বৈঠক।এর আগে ট্রাম্প ১০ জানুয়ারি জানান যে, পুতিনের সঙ্গে তার সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলছে কারণ ইউক্রেনীয় সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন। পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভের মতে, রাশিয়ান নেতা কোনও পূর্বশর্ত ছাড়াই নতুন মার্কিন নেতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত।
অন্যদিকে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগেই বেকায়দায় ইউক্রেন।রাশিয়ার আক্রমণের মুখে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে দেশটি।পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের বেশ শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী।রাশিয়া এখনও দোনেৎস্কসহ চারটি অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, কিন্তু ইউক্রেনের জন্য তা মেনে নেয়া কঠিন।অন্যদিকে, লক্ষ্য পূরণ ছাড়া আপাতত কোনও ধরনের সমঝোতায় রাজি নয় মস্কো।