দিল্লিতে নির্বাচনের দিনেই মহাকুম্ভে পুণ্যস্নান মোদীর, ভোটের রাজনীতির কটাক্ষ বিরোধীদের

বঙ্গবার্তা ব্যুরো,
মহাকুম্ভে পা ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে মহাকুম্ভে পৌঁছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বোটে করে সঙ্গমে গিয়ে কড়া নিরাপত্তার মধ্যেই স্নান সারেন প্রধানমন্ত্রী। হাতে রুদ্রাক্ষের মালা, গেরুয়া পোশাক পরে মহাকুম্ভে এসে ত্রিবেণী সংগমে তিনি যখন পুণ্যস্নান সারলেন তথন দিল্লিতে চলছে বিধানসভা নির্বাচন।রাজধানীতে ভোটের দিনেই মোদির প্রয়াগরাজ সফর নিয়ে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
আজ মাঘী অষ্টমী তিথি পড়েছে। মহাভারতের কাহিনী অনুযায়ী, আজকের দিনেই প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেজন্যই পুণ্যস্নানের জন্য আজকের দিনটা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। হিন্দু ক্যালেন্ডারের অষ্টমী তিথিতে যেখানে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান, দান ও ধ্যান করা হয়। যদিও গোটাটাই ‘ভোটের রাজনীতি’বলে কটাক্ষ করেছে বিরোধীরা। মোদীর এই পুণ্য স্নান টেলিভিশন,সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভোট বাক্সে বাড়তি ডিভিডেন্ড দেবে বলেই অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা।ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে নির্বাচনে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আপ।
তাঁর এই প্রয়াগরাজ সফরের আগেই এদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া ও তা পালন করার কথা লেখা হয়।বুধবার ১১টা নাগাদ মোদির পুণ্যস্নানের কথা ছিল।সেই সূচি অনুযায়ীই এদিন সকালে প্রয়াগরাজে পৌঁছন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে গঙ্গায় নৌকাবিহার করে সমস্ত ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখেন।