বিশ্বরেকর্ড লক্ষ্য মোহনবাগানের

Mohun Bagan Fans to Create World Record Tifo at Youth Barati

বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্বরেকর্ড গড়তে চলেছেন মোহনবাগান সুপার জায়েন্টের সমর্থকরা। সোমবারের যুবভারতী ঢাকবে টিফো দিয়ে। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট টিফো নিয়ে আসছে মেরিনার্স বেস ক্যাম্প। টিফো থাকবে মেরিনার্স এরিনার পক্ষ থেকেও। ২৫৫০০ স্কোয়ারফুটের এই টিফো হাতে এঁকে তৈরি করেছেন, মেরিনার্স বেস ক্যাম্পের সদস্যরা। যা বিশ্বরেকর্ড। এর আগে রেকর্ড ছিল সুইডেনের ক্লাব আইএফকে নরকোপিং সমর্থকদের। তাদের টিফো ছিল ১৬,০০০ স্কোয়ারফুট।


কী থাকবে টিফোতে?
ভারতবর্ষের অন্যতম প্রাচীন ক্লাব মোহনবাগান। তাদের ইতিহাস তুলে ধরা হবে এই বিশাল টিফোতে। প্রায় ২০ দিন ধরে এই টিফো বানানো হয়েছে। দিন রাত এক করে ২০ জন সদস্য পড়ে থেকেছেন এই টিফো বানানোর কাজে। তেমনই একজন শুভজিৎ কুণ্ডু, শিল্পকলার ছাত্র। জগদলপুর থেকে ১,০০০ কিলোমিটার এসে জুড়ে গিয়েছেন এই কাজে। আরেক ভক্ত, তন্ময় চক্রবর্তী, এই কাজে হাত লাগাতে প্রতিদিন ৬০ কিলোমিটার যাতায়াত করতেন। ‘আমাকে সময় বের করার উপায় খুঁজে বের করতে হয়েছিল। আমরা সকালে শুরু করতাম এবং রাত ২টো পর্যন্ত কাজ করতাম, অন্যরা সারা রাত এটি পাহারা দেওয়ার জন্য থাকত।’ বলেন তন্ময়।
টুটু বসুর জন্য টিফো আর একটি টিফো বানাচ্ছে মেরিনার্স এরিনা। ক্লাব সভাপতি টুটু বসুর ক্লাবের প্রতি অবদানের কথা তুলে ধরা হবে এই টিফোতে। সি২ গ্যালারিতে দেখা যাবে এই টিফো।