হকি স্টিক হাতে সৌরভ, ফের হকি লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

Mohun Bagan Wins Kolkata Hockey League, Sourav Ganguly Seen with Hockey Stick

বঙ্গবার্তা ব্যুরো,
রবিবাসরীয় দুপুরে অন্য ভূমিকায় দেখা গেল মহারাজকে। হকি স্টিক হাতে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ফের কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। কলকাতা প্রিমিয়ার হকি লিগের খেতাবি লড়াইয়ে রবিবার ছিল ডার্বি। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে তারা ৩-১ গোলে হারিয়ে দেয়। ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল।
বেঙ্গালুরুতে ভারতীয় হকি দলের প্রস্তুতি শিবিরে যোগদানের কারণে পাঁচ জন নিয়মিত খেলোয়াড়কে বাদ দিয়েই এদিন মাঠে নেমেছিল মোহনবাগান। তাই কিছুটা আন্ডার ডগ হিসেবেই শুরু করে তারা। পাঁচ মিনিটের মধ্যেই প্রথম পেনাল্টি কর্নার থেকে মোহনবাগান এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারের ১১ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করেন কার্তি‌ সেলভম। ঝটিকা এই আক্রমণে মোহনবাগান ২-০ গোলে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারের শুরু থেকে ইস্টবেঙ্গল গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। ৪ মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার পায় লাল-হলুদ বাহিনী। ইস্টবেঙ্গলের পক্ষে গোল করতে ভুল করেননি জাহির। তৃতীয় কোয়ার্টার শেষে ফলাফল থাকে মোহনবাগানের অনুকূলে ২-১। শুরু হয় চতুর্থ‌ কোয়ার্টার। গ্যালারিতে তখন চাপা উত্তেজনা। তবে ৫ মিনিটের মধ্যে রাহিল মুশির গোলে মোহনবাগান চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে।

13:29