ভিকির কেরিয়ারে মস্ত সাফল্য, বক্স অফিসে বড় ওপেনার হয়ে উঠল ছাবা

বঙ্গবার্তা ব্যুরো,
কথায় বলে মর্নিং শোজ দ্য ডেজ। অ্যাডভান্স বুকিংয়ে হিড়িক তোলা ভিকি কৌশলের ‘ছাবা’ ২০২৫ সালের বলিউডের বক্স অফিসে ‘বড় ওপেনার’ হিসেবে নাম লিখিয়ে ফেলল। মাত্র তিন দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়া লক্ষ্মণ উতেকরের ঐতিহাসিক অ্যাকশন ছবিটি ৪ দিনে আয় করেছে ১৪০ কোটি টাকার কিছু বেশি।গত সপ্তাহে হলে মুক্তি পাওয়া ভিকি কৌশল ও রশ্মিকা মন্দনার সিনেমা সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে।
১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘ছাবা’।

মুখ্য ভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। ছত্রপতি শিবাজির ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। জানা যাচ্ছে ছবিটি করতে ভিকি কৌশল পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি টাকা। অন্যদিকে রশ্মিকা মন্দানা নিয়েছেন ৪ কোটি টাকা। ছাবা’র জন্য অক্ষয় পেয়েছেন আড়াই কোটি। সম্রাট ওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শিবাজি সাওয়ান্তের মারাঠি উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ছাবা’ ভিকি কৌশলের ফিল্মি কেরিয়ারে মস্ত সাফল্যের পালক জুড়ে দিয়েছে। সোমবার সেই উপলক্ষেই মুম্বইয়ের ঐতিহ্যবাহী বাবুলনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি।পরনে কুর্তা-পাজামা। পায়ে কোলাপুরি চপ্পল পরে ট্র্যাডিশনাল পোশাকে মন্দিরের গর্ভগৃহে দেখা গেছে ভিকিকে। ছত্রপতি শিবাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য কম কসরত করেননি ভিকি কৌশল।এবার সেই কঠোর পরিশ্রমেরই ফল পাচ্ছেন তিনি।