Upload By K. Halder at 13th March 2025, 07:50 AM
বঙ্গবার্তা ব্যুরো,
উন্নত পরিকাঠামো, আধুনিক প্রযুক্তি, আরও ভালো ট্রেন, এই ভাবনা কাজ করছে, মহারাষ্ট্র রেল পরিকাঠামো উন্নয়নে। সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ও কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী জানান, মুম্বই উপনগর রেলের উন্নয়নের ভিত্তি হল পরিকাঠামোর প্রসার। মহারাষ্ট্রের প্রায় সতেরো হাজার কোটি টাকার প্রকল্পে ৩০০ কিমির বেশি নতুন রেলপথ তৈরির কাজ চলছে দ্রুতগতিতে। এই প্রকল্পগুলির মাধ্যমে যাত্রীদের দাবী ও প্রত্যাশা পূরণ হবে।

তিনি বলেন, শীঘ্রই চালু হবে রেল দুর্ঘটনা রুখতে সুরক্ষা কবচ ৫.০, যা একটি অত্যাধুনিক সিগনালিং ও নিরাপত্তা প্রযুক্তি যেটি, মুম্বই উপনগর রেল পরিষেবার জন্য বিশেষভাবে তৈরি। পাশাপাশি শীঘ্রই চালু হবে ২৩৮টি নতুন এয়ার-কন্ডিশনড লোকাল ট্রেন, যাতে যাত্রা আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য হবে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানান, শীঘ্রই চালু হতে চলেছে ‘মুম্বই ওয়ান কার্ড’ নামের একটি সংহত স্মার্ট কার্ড যা মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের লোকাল ট্রেন, মেট্রো, মনোরেল ও সরকারি বাস পরিষেবায় ব্যবহারযোগ্য হবে। এই পরিকাঠামো, প্রযুক্তি ও রোলিং স্টকের একত্রিত উন্নয়ন লক্ষ লক্ষ মুম্বইবাসীর নিত্যদিনের যাতায়াতকে আমূল পরিবর্তন আনবে।

এদিন গোন্ডিয়া থেকে বলরশাহ পর্যন্ত, ডবল লাইন প্রকল্প ঘোষণা করা হয়। ২৪০ কিমি দীর্ঘ এই কৌশলগত করিডরটির জন্য ৪,৮১৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ২০২৫ সালের ৭ ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এই প্রকল্প সহ মোট ১৮,৬৫৮ কোটি টাকার ৪টি রেল প্রকল্প অনুমোদন করে। অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে যাত্রী ও পণ্য চলাচল দ্রুততর হবে।
প্রকল্পে থাকবে ২৯টি স্টেশনের আধুনিকীকরণ, ৩৬টি বড় সেতু, ৩৩৮টি ছোট সেতু এবং ৬৭টি রোড আন্ডার ব্রিজ, যা রেল চলাচল আরও সুরক্ষিত ও কার্যকর করবে।আমৃত ভারত স্টেশন প্রকল্প-এর আওতায় মহারাষ্ট্রের ১৩২টি স্টেশন নতুন রূপে গড়ে তোলা হচ্ছে।দেশের ১৩০০টি স্টেশনের মধ্যে বহু স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস জানান, শীঘ্রই চালু হবে আইআরসিটিসি পরিচালিত ছত্রপতি শিবাজি মহারাজ এবং গৌরবময় মারাঠা ট্যুর ট্রেন, যা মহারাষ্ট্রের ঐতিহ্য, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ স্থান গুলি ১০ দিনের সফরে পর্যটকদের সামনে তুলে ধরবে।