বেহালায় শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার পুরকর্মী

পীযূষ চক্রবর্তী,
শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল বেহালা মণ্ডলপাড়া। অভিযুক্তকে ধরে এলাকার লোকজন ব্যাপক মারধর করে। মুখে কালি লেপে দেওয়া হয়। পরে হরিদেবপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, বুধবার বেহালার মণ্ডলপাড়ায় বাড়ির অদূরে খেলছিল ওই এক শিশুকন্যা। সেই সময় একটি অটোতে দাঁড়িয়ে থাকা ওই প্রৌঢ় লজেন্স দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কাছে ডাকেন। তারপর তাকে অটোর মধ্যে তুলে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকার লোকজন সেখানে ছুটে আসেন। প্রৌঢ়কে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে মারধরও করতে থাকেন উত্তেজিত জনতা। স্থানীয় মহিলারাও তাতে যোগ দেন। অভিযুক্তের মুখে কালি লেপে দেওয়া হয়। খবর পেয়ে হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্তকে উদ্ধারের পর গ্রেফতার করে তারাই। এই ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। অভিযুক্ত ব্যক্তি পুরসভার কর্মী বলেও জানা গিয়েছে।

03:47