ভিন রাজ্য অনেক বেশি নিরাপদ অভিযোগ সুতন্দ্রার মায়ের


বঙ্গবার্তা ব্যুরো,
নিজের রাজ্যেই সামান্য নিরাপত্তা পেল না মেয়ে।সময় মতো পুলিশের সাহাযা পেলে মেয়েটাকে এভাবে মরতে হত না। মেয়ের মৃত্যুতে একরাশ ক্ষোভ, অভিমান ঝরে পড়ছে সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জীর গলায়।তিনি বলেন অন্য রাজ্যেই ভাল ছিল মেয়ে। সেখানে কত রাত- বিরেতে অনুষ্ঠান করেছে। এমন কখনও হয়নি।
ঘটনাস্থল পানাগড়ের কাছে কাঁকসা। ঐখানেই এক ভয়াবহ দুর্ঘটনায় মারা যান নৃত্য শিল্পী সুতন্দ্রা।রবিবার রাতে তিন সঙ্গীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন সুতন্দ্রা। দুর্গাপুরের কাছে বুদবুদ নামে এক জায়গায় তারা গাড়িতে তেল ভরে। সেখান থেকে এক সাদা গাড়ি তাদের তাড়া করে বলে অভিযোগ। ঐ গাড়িতে কয়েকজন মদ্যপ ছিল বলেও অভিযোগ উঠেছে। সেই গাড়ির হাত থেকে বাঁচতে সুতন্দ্রার গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনায় পড়ে। তাতেই মৃত্যু হয় সুতন্দ্রার।
এদিকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন দুটি গাড়ির রেষারেষির অভিযোগ এসেছে পুলিশের কাছে। ইভটিজিং বা কটূক্তির কোনও অভিযোগ দায়ের হয়নি।
পুলিশের এই বক্তব্য একেবারেই মানতে চাননি সুতন্দ্রার মা। তিনি বলেন, পুলিশ তাদের কথা বলেছে। কিন্তু আমরা জোর দিয়েই বলছি এটা ইভটিজিং এবং কটুক্তির ঘটনা।ওই সাদা গাড়ির ভিতরে মদের বোতল পাওয়া গেছে বলেও তিনি দাবি করেছেন।
সোমবার ময়না তদন্তের পর রাত দশটা নাগাদ দেহ সুতন্দ্রার চন্দন্নগরের বাড়িতে আনা হয়। সেখনকার বড়াইচন্ডীতলা ঘাটে তার শেষ কাজ সম্পন্ন হয়।