নতুন বাংলাদেশে গড়তে সংবিধানটাই বদলাতে চান নতুন দলের নাহিদ ইসলাম

বঙ্গবার্তা,
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করল সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নেতা ও কর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বর্তমান শাসন কাঠামো পরিবর্তনের দাবি জানান।এই অনুষ্ঠানে নতুন বাংলাদেশে গড়তে সংবিধানটাই বদলানোর দাবি জানান নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, “পুরোনো সংবিধান ও শাসনকাঠামো রেখে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। এগুলো পরিবর্তন করেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে।”
তিনি আরও বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, তাই শুধু সরকার পরিবর্তন করলেই হবে না; শাসনকাঠামো ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করতে হবে।”
নাহিদ ইসলামের মতে, বাংলাদেশ এখনও একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারেনি। বরং একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে ফ্যাসিজম ও স্বৈরতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়েছে।প্রথম কর্মসূচি হিসেবে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এনসিপি তাদের রাজনৈতিক কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার ঘোষণা করেন।