বঙ্গবার্তা,
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করল সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের নেতা ও কর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বর্তমান শাসন কাঠামো পরিবর্তনের দাবি জানান।এই অনুষ্ঠানে নতুন বাংলাদেশে গড়তে সংবিধানটাই বদলানোর দাবি জানান নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, “পুরোনো সংবিধান ও শাসনকাঠামো রেখে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়। এগুলো পরিবর্তন করেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে।”
তিনি আরও বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, তাই শুধু সরকার পরিবর্তন করলেই হবে না; শাসনকাঠামো ও সাংবিধানিক সংস্কারের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করতে হবে।”
নাহিদ ইসলামের মতে, বাংলাদেশ এখনও একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারেনি। বরং একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে ফ্যাসিজম ও স্বৈরতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়েছে।প্রথম কর্মসূচি হিসেবে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এনসিপি তাদের রাজনৈতিক কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়ার ঘোষণা করেন।
নতুন বাংলাদেশে গড়তে সংবিধানটাই বদলাতে চান নতুন দলের নাহিদ ইসলাম
