প্রধানমন্ত্রী কে নিয়ে বই

সীমন্তিনী সাহু:
নরেন্দ্র মোদীর জীবন নানা উত্থান পতন, নানা ঘটনায় মোড়া। তার ভাবনা চিন্তা চেতনা ও স্বপ্ন যা প্রকাশ পেয়েছে নানা স্থানে তার বক্তৃতায়। সেই সব নিয়ে এবার একটি বিশেষ বইয়ের উদ্বোধন হল কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে। বইটিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা সংক্রান্ত একাধিক লেখা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত দিয়ে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গ্রন্থটি প্রকাশ করা হয় এদিন। বইটির নাম রাখা হয়েছে “নরেন্দ্র দামোদরদাস মোদী নির্বাচিত বক্তৃতা” এবং গ্রন্থটির সংকলন করেছেন রথীন্দ্র বোস।