নিরাপত্তারক্ষী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত ছত্তিশগড়ের বিজাপুর জেলার ঝিরাপল্লি গ্রাম ৷ দু’পক্ষের মধ্যে দীর্ঘ এনকাউন্টারে গুরুতর আহত ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) ৩ জওয়ান ৷ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাস্তিয়ান পুলিশের আইজি সুন্দররাজ পি ৷ সুন্দররাজ বলেন, “এলাকায় নিরাপত্তার খাতিরে সম্প্রতি ঝিরাপল্লি গ্রামে নতুন ক্যাম্পটি তৈরি করা হয় ৷ সেই ক্যাম্পে বৃহস্পতিবার গভীর সন্ধ্যায় অতর্কিত হামলা শুরু করে মাওবাদীরা ৷ ক্যাম্প লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয় ৷ পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা ৷” হামলা প্রসঙ্গে বিজাপুরের এসপি জিতেন্দ্র কুমার যাদব বলেন, “ক্যাম্পের বাইরে ব্যারেল গ্রেনেড বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা ৷ তবে হামলার পাল্টা যোগ্য জবাব দেয় ডিআরজি, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের যৌথবাহিনী ৷ দুঃসাহসিকতার সঙ্গে হামলার জবাব দেন নিরাপত্তারক্ষীরা ৷” এক শীর্ষ আধিকারিক জানান, মাওবাদীদের ছোড়া গ্রেনেড হামলায় গজেন্দ্র ও কৃষ্ণ নামে ডিআরজি-র ২ জওয়ান গুরুতর আহত হন ৷ তাঁদের সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত দু’জনেই সুস্থ রয়েছেন ৷