বঙ্গবার্তা ব্যুরো,
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে দেয়।দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল।লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সেই ম্যাচে যে দল জিতবে তারাই ভারতের মুখোমুখী হবে।
ভারত এদিনও টসে হারে।টানা এগারোটা ম্যাচে টসে হারলেন রোহিত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে তারা বড় রানের ইনিংস গড়তে পারেনি। জেতার জন্য ভারতের সামনে তারা ২৬৫ রানের লক্ষ্যমাত্রা রাখে। ৪ উইকেট হাতে থাকতেই তারা জয়ের রান তুলে নেয়।এই জয়ের ফলে একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলাও নেওয়া হল ভারতের।
এদিন ভারতের জয়ের পিছনে বড় অবদান সেই বিরাট কোহলির। সেঞ্চুরি না পেলেও ৮৪ রানের বড় ইনিংস খেলেন তিনি।বড় ম্যাচে তিনি নিজেকে দলের পক্ষে ডিপেন্ডেবল করে তুলেছেন। এদিন তিনি দলকে জেতানোর দায়িত্ব নিয়েই খেলেছেন। বড় রানের দিকে না গিয়ে সব সময় স্কোর বোর্ড সচল রেখেছেন। তিনি জানতেন ক্রিজে থাকলেই রান আসবে। সেই ভাবেই খেলে গিয়েছেন। তবে আউট হলেন বাজে শট খেলে।
তবে রোহিত শর্মা এদিন এক বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন। আই সি সির টুর্ণামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি। তাঁর ঝুলিতে এখন ৬৫টি ছক্কা মারার রেকর্ড। তার পিছনেই রয়েছে ক্রিস গেইল ৬৪টি ছক্কার রেকর্ড গেলের।
এদিকে বল হাতে নিজের ফর্ম ফিরে পেলেন মহম্মদ শামি। ইদানিং উইকেট খরা চলছিল তাঁর।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেট নিয়ে সেই খরা কাটানোর সঙ্গে দলকেও জয়ের দিকে এগিয়ে দিলেন তিনি। ১০ ওভার বল করে ৪৮ রান দিয়ে তিন উইকেটশামি।যার মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভরসার ব্যাটসম্যান স্মিথের উইকেটও আছে।তবে নিজের বলে দুটি ক্যাচ না ফস্কালে আরও বেশি উইকেট পেতেন শামি।
অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
