প্রসূতি মৃত্যুতে দায়ী চিকিৎসকদের গাফিলতি, সাসপেন্ড ১২

বঙ্গবার্তা ব্যুরো: মেদিনীপুর মেডিক্যাল কলেজে বাতিল স্যালাইনের ব্যবহারে এক প্রসূতির মৃত্যু ও তিন জনের জটিল পরিস্থিতির ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করলো সরকার। ওই ১২ জনের মধ্যে হাসপাতালের আরএমও সোমেন দাস এবং এমএসভিপি
জয়ন্ত কুমার রাউতের নাম ও রয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেন, সেদিন ডিউটি থাকা সত্বেও যারা পালন করেননি, সেই গাফিলতি ফৌজদারী অপরাধ তাই সিআইডি এদের বিরুদ্ধে এফআইআর ও করেছে। তিনি অভিযোগ করেন নিয়ম মেনে কাজ হলে মৃত্যু এড়ানো যেত।
তাই গভর্নমেন্ট কেনো স্যান্ডউইচ হবে? পাল্টা প্রশ্ন তোলেন মুখ্য মন্ত্রী। এদিন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্য মন্ত্রী। রাজ্যের সব হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভি লাগানো হবে, চিকিৎসকরা কখন ঢুকছেন, বারহচ্ছেন তা দেখার জন্য। একই সঙ্গে এদিন তিনি জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের দিয়ে অপারেশন করানো যাবে না। আর কোনো রোগীর উপসর্গ তার সামনে বলা যাবেনা। সিনিয়র চিকিৎসকরা যেনো জুনিয়রদের নিয়ে রোগীর কাছে গিয়ে তবে রোগীর উপসর্গ দেখান বা তাদের পাঠ দেন। মৃত প্রসূতির পরিবারকে এক কালিন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবার চাইলে একজন কে চাকরি দেবে সরকার, জানান মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়।