Upload By K. Halder at 8th March 2025 ,11:27 AM
বঙ্গবার্তা ব্যুরো,
ফের মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের নয়া নীতিতে ইজ়রায়েল থেকে আমদানি করা পণ্যের উপর ১৭ শতাংশ শুল্ক বসানো হয়েছে। তার পরেই ওয়াশিংটন ছুটে গেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
দুই রাষ্ট্রনেতার মধ্যে গাজা, ইরান, দুদেশের বানিজ্য সম্পর্ক সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান। ট্রাম্পকে ইজরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু অভিহিত করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প নিজেকে ইজরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন।
নেতানিয়াহু জানান,গাজায় পণবন্দীদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে।নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে, যা সফল হতে পারে বলেও আশা প্রকাশ করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
এই বৈঠকে ফের নতুন করে গাজাকে গড়ে তোলার কথা উঠে আসে।ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সেখানে আমেরিকার মতো একটি শান্তিরক্ষী বাহিনী থাকা, গাজাকে নিয়ন্ত্রণ ও এটির মালিকানা থাকা খুব ভালো একটি বিষয় হবে।’
গাজাকে পুনর্গঠনের সময় ট্রাম্প গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেয়ার যে প্রস্তাব দিয়েছেন সেটিতে সমর্থন জানায় ইজরায়েল। তবে গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্য ফের সমালোচনাকে উসকে দিয়েছে।