হাওড়ার বাঁকড়ায় পর্নোগ্রাফি চক্রের ঘটনার নয়া মোড়

Published By Subrata Halder, 11 June 2025, 09:57 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
আরিয়ান খান জানালো দশ দিন আগে শিমলা আজমের শারিফ দিল্লী একসঙ্গে ঘুরে এসেছি।
বাঁকড়ার ঘটনার ইতিমধ্যে পুলিশ আরিয়ান খানকে গ্রেফতার করেছে, আরিয়ান খান জানিয়েছে যে তারা ওই মেয়েকে কোনরকম মারধর করেনি। মেয়েটি বিবাহিত, তার বরের সঙ্গে ঝামেলা ছিল, সে আরিয়ানকে বিয়ে করতে চাইছিল কিন্তু ও হিন্দু এর পাশাপাশি বিবাহিত একটি সন্তানও আছে। সেই কারণে যখন আরিয়ান তাকে বিয়ে করতে বারণ করে তখন সে বলে যে নিজের স্বামীর সঙ্গে সে ডিভোর্স নিয়ে নেবে। কয়েকদিন আগেই প্রায় ১০ দিন আমার সঙ্গে বেড়াতে গিয়েছিল সেই সময় মেয়ের মুখে কোন দাগ ছিল না। আরিয়ান আরো জানায় যে তারা মেয়েটিকে আটকে রাখেনি। মেয়েটি বলেছে যে তিন মাস ধরে আটকে রেখেছিলাম সে ফিরে আসার পর বরের সঙ্গে ডিভোর্স করতে যায় সেইখানে তার বরের সঙ্গে ঝামেলা হয় তার মুখের উপরে সম্ভবত আঘাত করে স্বামী। সেই কারনে তার মুখে একটা দাগ হয়ে যায় পরে সে যখন আমাদের কাছে আসে তখন তার মুখে বারবার চুল অসুবিধা করছিল বলে আমার মা তাকে জিজ্ঞেস করে তার চুল কেটে দেয়। আমরা ওকে আটকে রাখিনি তার মায়ের সঙ্গেও কথা হয়েছিল। ওর মা বলেছিল তারপরেই ওরা আমার দের সঙ্গে থাকতো। আমরা কোনরকম পর্ণ ভিডিও বানাতাম না, বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি মুম্বাইতে এক জায়গা কাজ করতাম ওইখান থেকে করোনার পর আমি চলে আসি। এখানে আসার পর একটি ইউটিউব চ্যানেল খুলি আর একটি প্রোডাকশন হাউস তৈরি করি সেখান থেকে বেশ কয়েকটি ভিডিও নিজেরা নিজের পয়সা দিয়ে তৈরি করে আমরা ইউটিউবে আপলোড করতাম। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা ছিল ইউটিউবারদের ভালো ভালো কনটেন্ট দিয়ে ইউটিউব থেকে টাকা পয়সা আয় করা। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে মেয়েকে কেন এতদিন আটকে রেখেছিল তখন সে বলে যে আমরা আটকে রাখিনি ও নিজেই স্ব-ইচ্ছার নিজের মার সঙ্গে কথা বলে থাকতো আমাদের কাছে। ঘরের কাজ করতো। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সেই এতদিন কোথায় ছিল কেন পালিয়ে গেছিল তখন সে জানায় বকরিদের দিন যখন তার বাড়িতে প্রচুর পরিমাণে ফোর্স চলে আসে সেই সময় ভয়েতে তারা ঘর থেকে পালিয়ে যায়। ও বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে বেড়াচ্ছিল। আরিয়ান জানিয়েছে অন্যর ফোন থেকে গত দুদিন আগে লুকিয়ে তার সঙ্গে মায়ের কথা হয়েছে। কিন্তু মা কোথায় আছে কার কাছে আছে তা আরিয়ান জানে না। তার সঙ্গে কি কথা হয়েছে সেটাও তিনি প্রকাশ্যে জানাতে চাননি। মা এখন কোথায় আছে তাও তিনিও জানেন না।

03:43