মেদিনীপুর হাসপাতাল কাণ্ডের জেরে কড়া পদক্ষেপ এসএসকেএম কর্তৃপক্ষের

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নমানের স্যালাইন কাণ্ডের জেরে এবার নড়েচড়ে বসল এসএসকেএম হাসপাতাল। এসএসকেএম হাসপাতালে থাকা বাতিল স্যালাইন এবার নষ্ট করার প্রক্রিয়া শুরু। ইতিমধ্যেই সমস্ত ওয়ার্ডের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দ্রুততার সঙ্গে এক জায়গায় জড়ো করার। সেই নির্দেশ পাওয়ার পর হাসপাতালের কর্মীরা দ্রুততার সঙ্গে ওই স্যালাইন এক জায়গায় জমা করতে শুরু করে দিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যুর পরেই তাঁকে দেওয়া আরএল স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার আরএল স্যালাইনের দিকে অভিযোগের আঙুল ওঠে। এদিকে মেদিনীপুর মেডিকেলের অসুস্থ তিন প্রসূতিকে রবিবার রাতেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে দু’জনকে সিসিইউতে এবং এক জনকে আইসিইউতে রাখা হয়েছে। বর্তমানে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ওই তিন প্রসূতির চিকিৎসা।