রাতের কলকাতা বাড়ছে বিভীষিকা

বঙ্গবার্তা ব্যুরো,
শহরে আক্রান্ত দুই ব্যবসায়ী। এসএসকেএম এর কাছে গতকাল রাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন দুষ্কৃতীরা তার পাশাপাশি ২ লক্ষ টাকা লুট করে নেই এমনটাই অভিযোগ আক্রান্তের। আহত দুই ব্যবসায়ী সম্পর্কে ভাই। দুজনকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।
ভাই মুকেশ সিংয়ের অভিযোগ, রিয়ান, সাফ, আরিফ , সোয়েল নামের বেশ কিছুজন । দীর্ঘদিন ধরেই তাদের ওপর অত্যাচার চালাচ্ছে। নিউমার্কেটে তাদের জামাকাপড়ের দোকান রয়েছে। এখানে দোকান দেওয়ার জন্য তাদের কাছে মোটা টাকা চাওয়া হয়। গতকাল বিকেলেও তারা এসেছিলেন এসে তিন লাখ টাকা তাদের কাছে চায়। টাকা না দিতে চাওয়ায় তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। নিউমার্কেট থানার পুলিশ আসলে পরিস্থিতিতে শান্ত হয়। ভাইয়ের অভিযোগ তারপরে গতকাল রাতে ওই তোলাবাজরাই দুই ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা করেছেন।
আবারো প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। তবে এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ বিরোধীদের। তাদের দাবী ওই দুই ব্যবসায়ী তৃণমূলের অন্য একটি লবির । যারা হামলা চালিয়েছেন তারাও তৃণমূল দলেরই অন্য একটি লবির। অভিযোগ রামানুজ একমাস আগেই তৃণমূলের ওইলবী অর্থাৎ যাদের উপর অভিযোগ তাদের উপর হামলা চালানোর রিয়ান সঈফ আরিফ তাদের দল ছেড়ে অন্য গোষ্ঠীতে যোগদান করেন। তারপর থেকেই তাদের দোকান দেওয়ার জন্য তাদের কাছে টাকা চাওয়া হয়। তার দিতে রাজি না হওয়ায় এই হামলা