বঞ্চিত উপভোক্তারা! তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ নয় জন আবাস যোজনায় অন্তর্ভুক্তি

এক বা দুটি নয়, তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সহ পরিবারের নয়জনের নামে এসেছে আবাস যোজনার বাড়ির তালিকায়। অথচ প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। এই ঘটনায় জেলাশাসকের কাছে অভিযোগ জানালেন বঞ্চিত মানুষ। দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভার ঢোলা গ্রাম পঞ্চায়েতের দ্বারী কৌতলা গ্রামের পঞ্চায়েত সদস্য মমতাজ বিবি মিস্ত্রি। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তিনি। অভিযোগ, আবাসের তালিকায় পঞ্চায়েত সদস্যর নিজের পুত্রসহ পরিবার ও আত্মীয় পরিজনদের নামে ৯ জনের নাম রয়েছে অথচ তাদের প্রত্যেকের পাকা বাড়ি রয়েছে। যা নিয়ে কুল্পিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।