বঙ্গবার্তা ব্যুরো,
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটে প্রথম মহিলা উদ্যোগী বা স্টার্টআপ দের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্প অনুযায়ী দেশের পাঁচ লাখ মহিলাকে আগামী পাঁচ বছরের জন্য টার্ম লোন দেওয়া হবে। এই ঋণের পরিমাণ দু কোটি টাকা পর্যন্ত হবে।
সীতারামন তাঁর বাজেট বক্তৃতায় মহিলাদের দেশের আর্থিক কর্মকান্ডের মধ্যে নিয়ে আসার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য ৭০ শতাংশ মহিলাকে এই আর্থিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। এর জন্য নতুন এক তহবিলের কথা ঘোষণা করেছেন সীতারামন।ফান্ড অব ফান্ডস নামে এই তহবিলের জন্য বরাদ্দ করা হয়েছে দশ হাজার কোটি টাকা।মূলত তফশিলি জাতি- উপজাতির মহিলাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প করা হয়েছে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, শুধু ঋণ দেওয়াই নয় এই প্রকল্পের মাধ্যমে নতুন উদ্যোগপতিদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।এর পাশাপাশি তাঁদের পরিকাঠামোগত পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হবে।
অর্থমন্ত্রীর এই নয়া প্রকল্প নিয়ে কিছু সংশয়ের কথাও শোনা যাচ্ছে। বাজেটে অর্থমন্রী এই প্রকল্পের সঙ্গেই এম এস এম ই ক্ষেত্রে কী কী সুবিধা দেওয়া হবে তাও জানিয়েছেন। ফলে দুই ক্ষেত্রের মধ্যে স্পষ্ট কোনও নির্দেশিকা পাওয়া যাচ্ছে না। কারণ এম এস এম ই প্রকল্পেও নতুন উদ্যোগপতিদের উৎসাহ দেওয়া হয়। তাদের জন্যো প্রশিক্ষণ সহ অন্যান্য সুবিধা দেওয়া হয়।