ধর্মের চাপ নেই, সুখী দাম্পত্য শেয়ার করে বার্তা সোনাক্ষীর

বঙ্গবার্তা ব্যুরো,
আমরা একে অপরকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। জহির কখনো তার ধর্ম আমার ওপর চাপিয়ে দেয়নি, আমিও আমার ধর্ম তার ওপর চাপিয়ে দিইনি। আমরা বরাবরই একে অপরের ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল – এমন সব কথাই সামনে এনেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।কারণ ভিন ধর্মে তাঁর আর জহির ইকবালের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। এবার সেই ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী।
সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল গত বছরের ২৩ জুন আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ভিন্নধর্মী বিয়ে নিয়ে নানান কটাক্ষের শিকার হতে হয়েছে সোনাক্ষীকে। এমনকি শোনা যায়, এই বিয়ের কারণে তার দুই ভাই লব-কুশ অনুষ্ঠানে উপস্থিত হননি। সমালোচনার মুখে পড়লেও এই মুহুর্তে সোনাক্ষী ও জহির তাদের নতুন দাম্পত্য জীবন উপভোগ করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “তাদের বিয়েতে বাবা শত্রুঘ্ন সিনহার সম্মতি ছিল, তাই ভাইদের অনুপস্থিতি নিয়ে তিনি বিচলিত নন।”। ধর্ম নিয়ে প্রশ্ন উঠলেও সোনাক্ষীর স্পষ্ট জবাব, “আমি আর জহির কখনো ধর্মকে বিয়ের পথে বাধা হিসেবে দেখিনি।”
তিনি আরও জানান, শ্বশুরবাড়ির ধর্মীয় রীতি-নীতি তারা মানেন, আবার নিজের বাড়ির উৎসব-অনুষ্ঠানও পালন করেন। ‘জহির আমাদের দীপাবলির পূজাতেও অংশ নেয়, আমিও শ্বশুরবাড়ির উৎসবে যোগ দিই। বিয়ের আগে বা পরে কখনো আমাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়নি।’ স্পেশাল ম্যারেজ আইনের আওতায় বিয়ে করার কারণ ব্যাখ্যা করে সোনাক্ষী বলেন, ‘আমাদের কাউকে ধর্ম পরিবর্তন করতে না হয়, তাই এই আইনে বিয়ে করা আমাদের কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে।’
সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়ে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ রাখার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘নতুন জীবন শুরু করার সময় নেতিবাচক মন্তব্য নিয়ে চিন্তা করতে চাইনি, তাই মুখ বন্ধ রেখেছিলাম।’