এবার আরাবুল ও তাঁর ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করলেন তৃণমূল নেতা

দল বিরোধী কাজের অভিযোগে শুক্রবার ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে তৃণমূল। পরদিন শনিবার আরাবুল ও তাঁর ছেলে হাকিমুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টা অভিযোগ দায়ের হল। অভিযোগ দায়ের করেছেন ভাঙড়-১ ব্লকের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আহছান মোল্লা। নতুন করে এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হওয়ায় আরাবুল ও তাঁর ছেলে যে আরও বিপাকে পড়তে চলেছেন তা বলাই বাহুল্য।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ ভাঙড় ১ ব্লকের কর্মাধ্যক্ষ আহছান ও আরও কয়েকজন তৃণমূল নেতা ভাঙড় ২ ব্লকের বিডিও অফিসে দলীয় কাজে যোগ দিতে এসেছিলেন। সেই সময় ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ও তাঁর ছেলে তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য হাকিমুল দলবল নিয়ে তাঁদের ওপর চড়াও হন। প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওইদিনই বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শনিবার ওই মামলায় নতুন করে আরাবুল ও হাকিমুলের নাম যোগ করা হয়েছে। এই মামলার ফলে আগামী দিন তাঁদের গ্রেফতারির আশঙ্কা রয়েছে।