Upload By K. Halder at 27th April 2025, 11:25 AM
বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগামে জঙ্গি হামলার পর তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই প্রতিদিন রাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাক সেনা। বৃহস্পতি ও শুক্রবারের পর শনিবার রাতেও পাকিস্তানি সেনারা লাইন অফ কন্ট্রোল জুড়ে ভারতীয় চৌকিগুলিকে লক্ষ করে গুলি চালায়। পাকিস্তানের এই অশান্তির পরিস্থিতি তৈরির পাল্টা ও কড়া জবাব দিয়েছে ভারত।একদিকে কাশ্মীর জুড়ে চলছে ব্যাপক জঙ্গি দমন অভিযান। অন্যদিকে, সীমান্তের ওপার থেকে বারবার গুলি বর্ষণের জেরে সব মিলিয়ে পহেলগাম হানার পর থেকে উত্তপ্ত ভূস্বর্গ।
সেনার তরফে জানানো হয়েছে শনিবার রাতে সীমান্তের ও পার থেকে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান গুলিবর্ষণ করে। টুটমারি গলি এবং রামপুর সেক্টর এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে পাল্টা জবাব গিয়েছে এ পার থেকেও।ভারতীয় শিবিরে হতাহতের কোনও খবর নেই। পাহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে।পাকিস্তান-ভিত্তিক লস্কর ই তৈবার ছায়া সংঘঠন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। অন্যদিকে হাফিজ সইদের নাম এবার উঠে এসেছে পহেলগাম জঙ্গি হামলায়। এর জেরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তার মধ্যে একটি হল সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা। যার ফলে পাকিস্তানে জল সংকট শুরু হয়েছে।