বঙ্গবার্তা ব্যুরো:
ছবি সোশ্যাল মিডিয়া
আর মাত্র কয়েক দিনের অপেক্ষার তারপরে ভারতের মাটিতে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ ।ব্যাঙ্গালোর থেকে সরে গিয়ে গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে । কিন্তু মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসছে না পাকিস্তান দল।
এমনিতে গোটা টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে। এবার, উদ্বোধনী অনুষ্ঠানেও তারা আসবে না।
উদ্বোধনী ম্যাচে অংশ নেবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তার আগেই হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। কিন্তু জিও সুপার সূত্রে জানা গেছে, পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা কিংবা দলের আর কোনও ক্রিকেটার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না।
এই দু’দেশের কেউ বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো প্রতিযোগিতার আয়োজক হলে অন্য দেশটি তাদের সব ম্যাচ খেলবে নিরপেক্ষ দেশে। সেই মতোই মহিলাদের বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যও ফতিমাদের ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা।
৫ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে হচ্ছে। ম্যাচ খেলতে পাকিস্তান ভারতে আসছে না। সাম্প্রতিক সময়ে দু’দেশের সংঘাতের রাজনৈতিক উত্তাপ ক্রিকেট মাঠে আদৌ কোনও ছাপ ফেলে কি না, সেটা দেখার। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি ম্যাচ পাকিস্তানে হলেও ভারত খেলেছিল দুবাইয়ে।

