পীযূষ চক্রবর্তী,
নিয়োগ দুর্নীতি মামলায় ক্রমেই চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওপর। কিছুদিন আগেই পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য এই মামলায় রাজসাক্ষী হয়েছেন। এবার তার আরও এক আত্মীয়ের জন্য চাপ বাড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর। যিনি সম্পর্কে কল্যাণময়ের মামা।
সোমবার ইডির মামলায় বিশেষ আদালতে কল্যাণময়ের মামার সাক্ষ্যগ্রহণ হয়। তিনি আদালতে দাবি করেন, কল্যাণময়ের উপর ভরসা করেই তিনি বিভিন্ন নথিতে সই করেছেন। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই সব কাজ করেছেন। তার এই বয়ানের ফলে পার্থ যে আরও বিপাকে পড়লেন তা বলাই যায়।
কল্যাণময়ের মামা আদালতে আরও জানান, তাকে বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। চেকে সই করার অধিকারও দেওয়া হয়েছিল। কিন্তু সব কিছুই তিনি করেছেন ভাগ্নে কল্যাণময়ের উপর ভরসা করেই। কল্যাণময় রাজসাক্ষী হওয়ার পর তার মামার এই বয়ান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে যে নিয়োগ দুর্নীতি মামলায় আরও চাপে ফেলল তা একপ্রকার নিশ্চিত।
পার্থর বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেন তার জামাইয়ের মামা
