‘পিপলস মার্চ’, ট্রাম্পের শপথের আগেই প্রতিবাদ, বিক্ষোভ

বঙ্গবার্তা ব্যুরো: রাত পোহালেই ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শপথের আগেই শনিবার সেদেশের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সামিল হল হাজারো মানুষ।প্রতিবাদকারীদের আশঙ্কা রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হতে পারে।
২০১৭ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সময় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল, এবারও একই ধরনের প্রতিবাদ দেখা যাচ্ছে।প্রতিবাদকারীরা মূলত নারী অধিকার, জাতিগত ন্যায়বিচার এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে সোচ্চার। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তারা গোলাপি টুপি পরে প্রতিবাদ করছেন, যা ২০১৭ সালের বিক্ষোভের প্রতীক ছিল। এবারের প্রতিবাদ কর্মসূচির নাম ‘পিপলস মার্চ’ রাখা হয়েছে।২০১৭ সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল, সেটার নাম দেওয়া হয়েছিল ‘উইমেন মার্চ’।
ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে।কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায়, তা খোলা আকাশে করা নিরাপদ হবে না বলেই জানিয়েছে মার্কিন প্রশাসন।এর আগে এরকমই প্রবল ঠান্ডার কারণে শেষবার ১৯৮৫ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রোনাল্ড রেগন।সকালে প্রতিবাদকারীরা যখন হোয়াইট হাউস ও ন্যাশনাল মলের পাশে লিংকন মেমোরিয়ালের কাছে অবস্থান করছিলেন তখনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে।
……………………………………।