দেশের উৎপাদন এবং শিল্প বৃদ্ধির মেরুদণ্ড হল এম এস এম ই বললেন প্রধানমন্ত্রী

বঙ্গবার্তা ব্যুরো,
দেশের উৎপাদন এবং শিল্প বৃদ্ধির মেরুদণ্ড হল মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার এ কথা বলেছেন। তিনি বলেন গত দশ বছর ধরে সরকার সংস্কার, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং সার্বিক বৃদ্ধির জন্য ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। তিনি বলেন ধারাবাহিকতা এবং সংস্কারের আশ্বাস দেশের শিল্প ক্ষেত্রে এক নতুন বিশ্বাসের বাতাবরন তৈরি করেছে। বাজেট পরবর্তী সময়ে তিনি মাঝারি এবং ক্ষুদ্র শিল্প ক্ষেত্রের উদ্যোগপতিদের সঙ্গে কথা প্রসঙ্গে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন দেশের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে এম এম ই এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সরকার এই ক্ষেত্রকে আরও শক্তিশালী করার কাজ করে যাবে। তিনি বলেন আমাদের আত্মনির্ভরতার লক্ষ্য এবং সংস্কারে গতি আনার ফলে দেশে কোভিডের প্রভাব অর্থনীতিতে সে ভাবে পড়েনি।
প্রধানমন্ত্রী দাবি করেন এখন বিশ্বের বহু দেশ ভারতের সঙ্গে তাদের আর্থিক সম্পর্ক দৃঢ় করতে চাইছে। ভারতের উৎপাদন ক্ষেত্রের উচিত এই সুযোগের সদ্ব্যাবহার করা। মোদী এদিন রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের গুরুত্বের উল্লেখ করেন। তিনি বলেন এই আর অ্যান্ড ডির ব্যবহার করে নতুন নতুন জিনিষ উৎপাদন করতে হবে এবং এখন যা আছে তাকে আরও উন্নত করার চেষ্টা করতে হবে।
এই প্রসঙ্গেই তিনি সরকারের কর ব্যবস্থায় সরলী করণের কথা উল্লেখ করেন। তিনি বলেন এর ফলে শিল্প ক্ষেত্রে অনেক সুবিধে হবে। তিনি বলেন স্থিতিশীল নীতি এবং সুন্দর বাণিজ্যিক পরিবেশ যে কোন দেশের আর্থিক উন্নয়নের জন্য অতান্ত জরুরি।