Upload By K. Halder at 27th April 2025, 02:28 PM
বঙ্গবার্তা ব্যুরো,
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক মন কি বাত অনুষ্ঠানে উঠে এল পাহেলগামের ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার কথা। এদিন প্রধানমন্ত্রী বলেন, পাহেলগামের সন্ত্রাসী হামলা প্রতিটি ভারতীয়ের হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি করেছে।প্রত্যেক ভারতীয়ের রক্ত আজ ফুটছে। যারা তাদের আপনজনদের হারিয়েছেন, তাদের যন্ত্রণা গোটা দেশ অনুভব করছে। একই সঙ্গে হুশিয়ারি দিয়ে বলেন, জঙ্গি হামলার কঠোর জবাব দেবে ভারত।
বিশ্বের সমস্ত দেশ ভারতের পাশে রয়েছে বলে মন কি বাত এ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই হামলা সন্ত্রাসের মদত দাতাদের হতাশা এবং কাপুরুষতার পরিচয় বহন করে।রেডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমি নিহতদের পরিবারগুলিকে আশ্বস্ত করতে চাই যে, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। যারা এই হামলার পিছনে রয়েছে, তাদের কঠিনতম শাস্তি দেওয়া হবে। সন্ত্রাসবাদী এবং তাদের মাথারা এই ষড়যন্ত্র করেছে, কারণ তারা কাশ্মীরকে ধ্বংস করতে চায়।
প্রধানমন্ত্রী ভারতের ঐক্যের কথা তুলে ধরে বলেন, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যই হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যের ভিত্তিতেই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ধারিত লড়াই চালিয়ে যাব। আজ গোটা বিশ্ব দেখছে কিভাবে ভারত এক কণ্ঠে কথা বলছে।