সরস্বতী পুজোর বিসর্জনে গিয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, মেটিয়াবুরুজে গ্রেফতার দুই

পীযূষ চক্রবর্তী,
সরস্বতী পুজোর বিসর্জনে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিসর্জনের দায়িত্বে থাকা মহিলা সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থারও অভিযোগ উঠেছে। বুধবার রাতে মেটিয়াবুরুজের বাঁধা বটতলার কাছে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, বুধবার রাতে স্থানীয় একটি ক্লাবের সরস্বতী পুজোর ভাসান চলছিল। সেই সময় বাঁধা বটতলার পাহাড়পুর রোডের কাছে কর্তব্যরত ছিলেন পুলিশকর্মী অরুণকুমার মাইতি। তার সঙ্গেই ডিউটি করছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। রাত ১০টা নাগাদ ওই ক্লাবের কয়েক জন যুবক এসে ওই দুজনের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন বলে অভিযোগ। মারধরও করা হয় তাদের। ওই যুবকদের মারে আহত হন ওই পুলিশকর্মী ও মহিলা সিভিক ভলেন্টিয়ার। তাদের আহত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মারধর করার পরই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।ওইদিন গভীর রাতে আদিত্য পাসোয়ান এবং সৈকত মাইতি নামে মেটিয়াবুরুজের বাসিন্দা ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।