বাগুইআটিতে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা গ্রেফতার ৬

Published by Subrata Halder, 17 June 2025, 11:37 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
উত্তর ২৪ পরগনার বাগুইআটি থানার সৃষ্টি অ্যাপার্টমেন্টে ধরা পড়লো ভুয়ো কল সেন্টার। গ্রেফতার হওয়া সকলেই ভিন রাজ্যের মানুষদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত। বাগুইআটি থানা ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হয়েছে বৈদ্যুতিন সরঞ্জাম, ল্যাপটপ ও মোবাইল ফোন। ধৃত ছয়জনকেই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। চক্রে কারা যুক্ত তা জানতে তদন্ত চলছে।
অপরদিকে গোপন সূত্রে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাতে, এয়ারপোর্ট থানা একটি লরি আটক করে তল্লাশি চালায় এবং কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি সহ লরিটি আটক করে । মোট ৩০০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে। ঘটনায় মামলা দায়ের হয়েছে। লরিটিকে আটক করা হয়েছে। লরির চালক চন্দন দাস ও সহকারী সোমনাথ গাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

12:45