পুলিশের তৎপরতায় চুরি ও খোয়া যাওয়া ৮০ টি মোবাইল ফোন ফেরত

Published By Subrata Halder, 08 May 2025, 12:10 pm

বঙ্গবার্তা, রমিত সরকার
নদীয়ার শান্তিপুর থানার উদ্যোগে বেশ কিছু চুরি ও খোয়া যাওয়া মোবাইল ফোন তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হলো প্রায় ৬০ জন নাগরিক তাদের মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি, এর জন্য সাধুবাদ দিচ্ছেন পুলিশ কে। উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমার এসডিপিও সবিতা ঘটিয়াল, শান্তিপুর থানার সার্কেল ইনচার্জ কাজল ব্যানার্জি, ও সাব ইন্সপেক্টর গোপাল মজুমদার।
এসডিপিও সবিতা ঘটিয়াল বলেন পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে আছে। প্রযুক্তির সাহায্যে এবং আমাদের অফিসারদের আন্তরিক প্রচেষ্টায় এই ফোনগুলি উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
ফোন ফেরত পেয়ে উপস্থিত নাগরিকদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শান্তিপুর থানার পুলিশের এই মানবিক ও দায়িত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ দেন। তারা বলেন, এই ধরনের উদ্যোগে থানার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

03:22