পীযূষ চক্রবর্তি
পার্ক স্ট্রিটের রফি আহমেদ কিদোয়াই স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির ঘটনার কিনারা করল পুলিশ। ডাকাতির অভিযোগে বিনোদ রাও ও মহম্মদ আফতাবউদ্দিন নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক লক্ষ ২৬ হাজার টাকা।
গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রফি আহমেদ কিদোয়াই রোডের একটি প্রযোজনা সংস্থার অফিসে ঢোকে কয়েকজন দুষ্কৃতী। ঢুকেই তারা অফিসে থাকা দুই কর্মীকে ধারালো অস্ত্র দেখিয়ে সমস্ত চাবি কেড়ে নেয়। তারপর অফিসে টাকা নগদ ৭ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।ওইদিন রাতেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন দুজনকে বুধবার রাতে আটক করে। বিনোদ ও আফতাবউদ্দিনকে লাগাতার জেরা করা হলে তারা ডাকাতির কথা স্বীকার করে নেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির মাস্টারমাইন্ড পার্ক লেনের বাসিন্দা বিনোদ। সে-ই ডাকাতি করার পুরো প্ল্যান করেছিল। প্রথমে বিনোদকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে নারকেলডাঙ্গার বাসিন্দা আফতাবউদ্দিনের খোঁজ পায় পুলিশ। তার বাড়ি থেকেই উদ্ধার হয় এক লক্ষ ২৬ হাজার টাকা ও একটি মোবাইল। ধৃতদের জেরা করে বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। বাকি টাকা উদ্ধার করতে অভিযুক্তদের জেরা করা হচ্ছে।