বঙ্গবার্তা ব্যুরো,
শ্বাসনালীতে ‘পলিমাইক্রোবিয়াল ইনফেকশন’ ধরা পড়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পোপ ফ্রান্সিস।পলিমাইক্রোবিয়াল ইনফেকশন হল তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগ,যা ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং পরজীবীর সংমিশ্রণে হতে পারে। ১৪ ফেব্রুয়ারি রোমের একটি ক্লিনিকে ভর্তি হন পোপ।ভ্যাটিকানের বিবৃতিতে জানা গেছে, শনিবার হাঁপানি ও শ্বাসকষ্টজনিত আরও জটিলতায় আক্রান্ত হয়েছেন পোপ। আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি, তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। শারীরিক অবস্থা সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানায় ভ্যাটিকান।
অসুস্থ হয়ে পড়ায় প্রায় এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয় ৮৮ বছরের পোপ ফ্রান্সিসকে। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন পোপ। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, গির্জার ইতিহাসের সবচেয়ে বয়স্ক পোপদের মধ্যে একজন হিসেবে তিনি জটিল চিকিৎসা পদ্ধতির মধ্যে আছেন।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রানসিস এর আগেও শ্বাসযন্ত্রের সমস্যায় ভুগেছেন।২০২১ সালে ডাইভারটিকিউলাইটিসে আক্রান্ত হন তিনি।২০২৩ সালের মার্চ মাসে ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য হাসপাতালে ৩ রাত কাটাতে হয় পোপকে।
নিউমোনিয়ায় আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন পোপের অবস্থা আশঙ্কাজনক
