অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রশান্ত কিশোর

বিহার পুলিশের হাতে গ্রেফতার প্রশান্ত কিশোর। এক সময়কার রাজনৈতিক দলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর ওরফে পিকে-কে পটনার গান্ধী ময়দানের অনশনস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। আজ, সোমবার তাঁকে আদালতে তোলা হবে। অনশনমঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে তাঁর অনুগামীদের ধস্তাধস্তি হয়। পুলিশের এক আধিকারিক পিকে-কে চড়ও মারেন বলে অভিযোগ।
বিহারে সরকারি চাকরির পরীক্ষা বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সোচ্চার তৃণমূলের এক সময়কার দলীয় পরামর্শদাতা পিকে। একাধিকবার এনিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করতে দেখা গেছে তাঁকে। গত ২৯ ডিসেম্বর রাতে গান্ধী ময়দানে চাকরিপ্রার্থীদের জমায়েতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছিল। ওই জমায়েতে পিকে থেকে বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। তারপর দুই জানুয়ারি থেকে গান্ধী ময়দানে আমরণ অনশন চালাচ্ছিলেন পিকে। রবিবার পুলিশ অনশনস্থল থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করে।