Published By Subrata Halder, 11 June 2025, 11:12 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
দিঘায় জগন্নাথের মন্দির উদ্বোধনের পর এবার সেখানে প্রথমবার রথযাত্রা পালিত হবে। ভিড় সামলাতে কী কী প্রস্তুতি নিতে হবে তা নিয়ে বৃহস্পতিবার ১২ জুন বিকেল ৫টা থেকে নবান্নে বৈঠক ডাকা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকর ও ইসকনের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীও বৈঠকে থাকতে পারেন। পূর্ব মেদিনীপুরের দিঘায় এই উৎসব ঘিরে বড় সংখ্যায় ভক্তেরা জমায়েত হবে বলেই আশা প্রশাসনের।