বঙ্গবার্তা ব্যুরো,
কদিন আগেই মঙ্গল শোভাযাত্রা নিয়ে প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বাংলা নববর্ষ উদ্যাপনের কোনো আয়োজনে ইসলাম অসমর্থিত কিছু থাকা যাবে না বলে জানান। বুধবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি ‘ মঙ্গল শোভাযাত্রা ’ নামে কোনো কিছু করা যাবে না বলেও উল্লেখ করেন।
এর পরেই শুক্রবার বাংলাদেশের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পাল্টে করা হল ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন কমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ‘আমরা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করিনি, বরং আসল আনন্দ শোভাযাত্রা নামটি পুনরুদ্ধার করেছি।’
হাসিনা হীন বাংলাদেশে এবার প্রথম থেকেই ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া শোভাযাত্রা ঘিরে প্রশ্ন উঠেছে। এবারের মঙ্গল শোভাযাত্রা হাইজ্যাক করার অভিযোগ উঠছে মহম্মদ ইউনুস প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ধর্মীয় কট্টরপন্থীদের বিরুদ্ধে। এর মধ্যেই পয়লা বৈশাখে বাংলাদেশের রাজধানী ঢাকায় মঙ্গল শোভাযাত্রা বর্জনের ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।২৬ মার্চ রাতে চারুকলার ২৬তম ব্যাচের (চারুকলা ৭০) শিক্ষার্থীদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে সব কিছু ছাড়িয়ে এবার বাংলাদেশে বৈশাখী উদযাপনের নামই বদলে যাওয়ায় পরিবর্তনের বাংলাদেশে পয়লা বৈশাখ কতটা সুষ্ঠুভাবে পালিত হবে প্রশ্ন উঠছে তা নিয়েই।
