প্রধানমন্ত্রীর হাতে কলকাতার তিন মেট্রো পথের সূচনা

বঙ্গবার্তা ব্যুরো

কলকাতার তিনটি নতুন মেট্রো পথের উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর যশোর রোড থেকে জয়হিন্দ স্টেশন পর্যন্ত মেট্রোতে সফর করেন তিনি। স্কুলের ছাত্র ছাত্রীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে এক কামরায় মেট্রোতে সফর করেন। ছিলেন মেট্রোর কর্মীরাও।

প্রধানমন্ত্রী বলেন ভারত মেট্রো রেল পরিষেবায় বিশ্বে তৃতীয় স্থানে উঠে এসেছে। তার সরকারের সময়কালে সারা দেশে মেট্রো রেল পরিষেবা সবচেয়ে বেশি বিকশিত হয়েছে। প্রধান মন্ত্রী বলেন, শুধু মেট্রো রেল নয়
এই রাজ্যের অনেক জেলায় দীর্ঘদিনের দাবি মেমু ট্রেন নতুন রেল পথের কাজ ও হচ্ছে।

হাওড়া থেকে শিয়ালদহ দুটি ব্যস্ত স্টেশনের মধ্যে মেট্রো যোগাযোগে প্যাসেঞ্জারদের হয়রানি কমবে আবার তারা আরামে যাত্রা করতে পারবে। প্রধানমন্ত্রীর দাবি দেশের উন্নয়নের সুবিধা বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে তার সরকার অনেক উদ্যোগ নিয়েছে। বিকশিত ভারত পূর্ণ করতে হলে বাংলার উন্নতি পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজন, সেই কাজ কেন্দ্র করছে।