নিরাপত্তা ইস্যুতে, আদালতের দ্বারস্থ প্রিন্স হ্যারি

বঙ্গবার্তা ব্যুরো,
ব্রিটেনের আদালতে হাজিরা দিলেন সেদেশের রাজপরিবার থেকে স্বেচ্ছা নির্বাসন নেওয়া সদস্য প্রিন্স হ্যারি। মঙ্গলবার উপস্থিত হন লন্ডনের রয়্যাল কোর্টস অফ জাস্টিসে। ২০২০ সালে সব ধরনের রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কল। যুক্তরাজ্য ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তারকা দম্পতি। সেই সময় থেকেই হ্যারি যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্যদের সব সুযোগ সুবিধা পান না। তার পরেই ব্রিটেনে অবস্থানকালে তার জন্য নির্ধারিত ব্যক্তিগত নিরাপত্তার মাত্রা কমিয়ে দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন হ্যারি। সেই নিয়েই দীর্ঘদিন ধরে চলছে আইনী লড়াই। যেখানে তিনি রাজকীয় দায়িত্ব থেকে সরে আসার পর তার নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তনের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে লড়াই করছেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বলা হয়েছিল যে তিনি ব্রিটেনে থাকাকালীন স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত পুলিশ নিরাপত্তা পাবেন না। গত বছর, লন্ডনের হাইকোর্ট এই সিদ্ধান্তকে আইনসম্মত বলে রায় দেয়, হ্যারির মামলা খারিজ করে দেয় এবং উচ্চতর আদালতে আপিলের অনুমতি প্রত্যাখ্যান করে। তবে, হ্যারির আইনজীবীদের সরাসরি আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট অফ অ্যাপিল এই মামলাটি শুনতে রাজি হয়েছে। দুই দিনের শুনানির জন্য হ্যারি আদালতে উপস্থিত হয়েছিলেন।

06:42