বঙ্গবার্তা ব্যুরো,
এসএসসি চাকরী প্রার্থীদের তালিকা বাতিলে রাজ্য সরকার কে দায়ী করে, দুর্নীতির বিরুদ্ধে শনিবার রাজ্যের শিক্ষাক্ষেত্রে কর্ম বিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের তরফে স্কুলের সব ধরনের কর্মীদের এক দিনের কর্মবিরতিতে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। যৌথ মঞ্চের দাবী, সারদা কেলেঙ্কারি তেও বহু মানুষকে পথে বসতে হয়েছিল, সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বাস্তব অভিজ্ঞতা সবাই জানেন। এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও যোগ্য প্রার্থীদের সংখ্যা ছিল আঠের হাজারের বেশি। অথচ তাদের বলি দেওয়া হলো কয়েকহাজার অযোগ্য পর্থীদের আড়াল করতে। তাদের অভিযোগ এর পিছনেও রয়েছে দুর্নীতি, কারণ মেধা তালিকার নিচে বা নাম নেই সেই সব অযোগ্যদের কাছথেকে টাকা নিয়ে স্কুলের বিভিন্ন পদে চাকরি দিয়েছে এই সরকার। হাইকোর্ট
রাজ্যের কাছে যোগ্যদের তালিকা চেয়েছিল, সরকার দিতে পারেনি। ওএমআর তালিকা, কম্পিউটার ডেটাবেস পর্যন্ত নষ্ট করা হয়েছে।
এই সব ই পরিকল্পিত চক্রান্ত।
এখন বলা হচ্ছে সরকার সহানুভূতিশীল। সরকারের পাপে এতগুলো ছেলেমেয়ে তাদের পরিবারে সর্বনাশ নেমে এলো,
এর দায় সরকারকে নিতে হবে বলে মঞ্চের নেতারা দাবী তুলেছেন। আজ বিকেলে চাকরি বঞ্চিত ছেলে মেয়েরা ভবিষ্যত কর্মসূচি ঘোষণা করতে চলেছে।
রাজ্যের শিক্ষাক্ষেত্রে কর্মবিরতির ডাক
