বঙ্গবার্তা ব্যুরো,
এবারের বাজেট আমজনতার বাজেট। গরিব, মধ্যবিত্ত কীভাবে সুরাহা পায় সেদিকে তাকিয়েই বাজেট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই বাজেটে ১৪০ কোটি ভারতীয়ের আশা পূরণ হবে।আম আদমির পকেট কীভাবে ভরবে সেদিকে নজর দেওয়া হয়েছে বাজেটে। তিনি বলেন এর ফলে সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে।তিনি আশা করেন এই বাজেটের ফলে দেশের প্রগতি হবে। এই বাজেট তৈরির জন্য অর্থমন্ত্রী এবং যাঁরা বাজেট প্রস্তুতিতে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে মোদি বাজেটের প্রশংসা করলেও রাহুল গান্ধি থেকে অন্য বিরোধী দলের নেতারা এই বাজেটের তীব্র সমালোচনা করেছেন। রাহুল গান্ধি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন এই বাজেট হল বুলেটের আঘাত প্রাপ্তকে ব্যান্ড এইডের প্রলেপ দেওয়ার মতো।এই সরকার চিন্তার দৈন্যতায় ভুগছে বলেও কটাক্ষ করেন রাহুল।
কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, আয়কর ছাড় তাদের জন্য ভাল যাদের আয় আছে, কাজ আছে। আজ দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হল বেকারত্ব। সীতারামনের বাজেটে সেই বিষয়ে কোন দিশা দেখান হয় নি।
কংগ্রেসেরই জয়রাম রমেশ বলেন, সীতারামন বাজেট বক্তৃতায় চারটি ইঞ্জিনের কথা উল্লেখ করেন। কৃষি, এম এস এম ই, বিনিয়োগ এবং রফতানি। কিন্তু তাঁর বক্তৃতার মাঝেই চার ইঞ্জিন বেলাইন হয়ে যায়।
ডি এম কে নেতা দয়ানিধি মারান বলেন, এই বাজেট ভোটের দিকে নজর রেখে করা হয়েছে। বিশেষ করে দিল্লির ভোটারদের মন জয় করার লক্ষ্যেই এই বাজেট। তিনি বলেন অর্থমন্ত্রীর বাজেটে কিছু সংশয়ও রয়েছে। একবার তিনি বললেন ১২ লাখ টাকা পর্যন্ত আয়করে সম্পূর্ণ ছাড়। আবার ৮ থেকে ১২ লাখ পর্যন্ত স্ল্যাবে ১০ শতাংশের কথা বলেছেন তিনি। ফলে বিষয়টা বেশ সংশয়ের। বিস্তারিত বাজেটে আসল সত্যিটা লুকিয়ে আছে।
জনগনের বাজেট বলছেন মোদি, বুলেট আঘাতে ব্যান্ডেড, কটাক্ষ রাহুলের
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/rahul-gandhi-nirmala-sitharaman-1164x900.jpg.webp)