বঙ্গবার্তা ব্যুরো
লাগাতার কৃষক আন্দোলন নিয়ে অস্বস্তিতে থাকা মোদি সরকার এবারের বাজেটে কৃষিক্ষেত্রে কী বড় ঘোষণা করে সেদিকে তাকিয়ে ছিল গোটা দেশ।এই অবস্থায় কৃষক এবং কৃষি ক্ষেত্রকে এবার বিশেষ নজর দেওয়া হয়েছে বাজেটে। বিশেষ করে ডেয়ারি এবং মৎস্য পালনে পাঁচ লাখ টাকা পর্যন্ত সস্তা সুদের হারে লোন দেওয়ার কথা বলা হয়েছে।কিষাণ ক্রেডিট লিমিট ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা হবে বলে ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।মৎস্য ক্ষেত্রকে শক্তিশালী করার লক্ষ্যে এবং এর বিপুল সম্ভাবনাকে তুলে ধরার লক্ষ্যে নির্মলা সীতারামন আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে নানা পরিকল্পনা ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার তাঁর বাজেট বক্তৃতায় নতুন কৃষি প্রকল্প ঘোষণা করেছেন। যার নাম প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা।তিনি জানিয়েছেন, মোট ১০০টি জেলার ১ কোটি ৭০ লক্ষ কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ওই ১০০টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন মোট ১০০টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। ফসল বিক্রির ব্যবস্থা করা হবে। প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতেই। অর্থমন্ত্রীর দাবি, ১.৭ কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে।
পাশাপাশি শনিবার নির্মলা সীতারামন জানান, জুতো এবং অন্যান্য চর্মজাত পণ্যের (ব্যাগ, বেল্ট ইত্যাদি) ব্যবসার দিকে এবার বিশেষ ভাবে নজর দেবে কেন্দ্রীয় সরকার। লক্ষ হল এই ক্ষেত্রে ২২ লক্ষ কর্মসংস্থান, বছরে ৪ লক্ষ কোটি টাকার টার্নওভার, ১.১ লক্ষ কোটি টাকার পণ্য রপ্তানি।