জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই, নিহত জওয়ান

বঙ্গবার্তা ব্যুরো,
জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এক ভারতীয় সেনা জওয়ান। রবিবার গভীর রাত থেকে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই চলছে জম্মু ও কাশ্মীরের সোপোরে।সোমবার পুলিশ জানিয়েছে, রাতভর এঙ্কাউন্টারে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান।
এর আগে ২১ ডিসেম্বর সন্ধ্যায় সোপোরের ডাঙ্গিওয়াচা এলাকায় সন্ত্রাসীদের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় একটি একে সিরিজের রাইফেল, একটি পিস্তল, ২৫০ রাউন্ড গুলি। এবার সোপোরে জঙ্গিদের একটি ডেরার সন্ধান পেয়ে রবিবার গভীর রাতে হানা দিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। কিন্তু সতর্ক ছিল জঙ্গিরা। যৌথবাহিনী গ্রামে পৌঁছ জঙ্গিদের ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই। গুলি এবং গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সে সময় ওই জওয়ান গুলিবিদ্ধ হন।
রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালের মে মাস থেকে ১ নভেম্বরের পর্যন্ত ২৩ জন জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে খতম করেছে বাহিনী।এদিকে নিরাপত্তা বাহিনীরও ২৪ জন জওয়ান শহিদ হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জন কশ্মীরে এবং ১৮ জন জম্মুতে প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে ছত্তীসগঢ়ের বস্তারে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য পেল কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথবাহিনী।পুলিশের দাবি গুলির লড়াইয়ে ওড়িশা সীমান্ত লাগোয়া গরিয়াবান্দ জেলায় সোমবার নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ সহযোগী দলমের দুই মাওবাদী গেরিলার মৃত্যু হয়েছে।