রিপোর্টকে চ্যালেঞ্জ, কর্নাটক হাইকোর্টে আবেদন আরসিবির

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- আরসিবি

চিন্নাস্বামীর ঘটনা নিয়ে আগেই আরসিবিকে দায়ী করেছিল এবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রাথমিক রিপোর্টের বিরুদ্ধে মামলা করল আরসিবি। মঙ্গলবার তারা কর্নাটক হাইকোর্টে আবেদন করে জানিয়েছে, আরসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্য কখনওই একক ভাবে আরসিবি–কে দায়ী করা যায় না।

আরসিবির পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দাখিল করে বলা হয়েছে, ক্যাট একপাক্ষিক ভাবে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। আরসিবি-র কোনও বক্তব্য শোনাই হয়নি। তাদের বিচারপ্রক্রিয়ায় আরসিবি-কে অন্তর্ভুক্তও করা হয়নি। কী ভাবে তারা এ রকম রিপোর্ট পেশ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে আইপিএল চ্যাম্পিয়ন দল।

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তাদের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করেছিল ‘প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে, তিন থেকে পাঁচ লক্ষ মানুষের জমায়েতের পুরো দায় বেঙ্গালুরু দলের। বিরাট মাপের সেলিব্রেশন করার জন্য তারা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেয়নি। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এই উৎসবের কথা ঘোষণা করে দিয়েছিল তারা। তার ফলে এত ভিড় হয়েছিল।’

ট্রাইব্যুনালের এই রায়ের তীব্র বিরোধিতা করেছে আরসিবি। কর্নাটক হাই কোর্টে দায়ের করা পিটিশনে বলা হয়েছে ‘প্রথম থেকে এই মামলায় পার্টি ছিল না আরসিবি। তবুও তাকেই গোটা ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। আরসিবির তরফে বক্তব্যও পুরোপুরি শোনা হয়নি।

যেভাবে রায় ঘোষণা হয়েছে তা আইনসঙ্গত নয়। চলতি বছরে আইপিএল জিতেছিল আরসিবি।কিন্তু বেঙ্গালুরুতে তাদের সেলিব্রেশনের সময় মর্মান্তিক ঘটনা ঘটে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা ছিল ৪৭। এই ঘটনা নিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল’ (ক্যাট) প্রাথমিক রিপোর্ট পেশ করে। এবার শুরু হচ্ছে আইনি তরজা।

10:44