Published by Subrata Halder, 13 June 2025, 08:23 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ লন্ডনগামী বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। একমাত্র আহত যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। উদ্ধারকারী দল মৃতদেহ এবং বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। বিমানে ছিলেন
গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তার আত্মীয় বিপুল রূপানি জানালেন, এই আকস্মিক মৃত্যুতে গোটা রূপানি পরিবার ভেঙে পড়েছে। শেষকৃত্যের জন্য তিনজন সদস্যকে আহমেদাবাদ পাঠানো হয়েছে, বাকিরাও রওনা দিচ্ছেন। আবেগঘন কণ্ঠে বলেন, ভাইয়া খুবই সদয় হৃদয়ের মানুষ ছিলেন। সমাজসেবায় নিজেকে উজাড় করে দিতেন।
টিভিতে খবর দেখে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। ভাবছিলাম ভুল দেখছি। তারপর বাড়িতে ফোন করতেই জানতে পারি, ভাইয়া ওই ফ্লাইটেই ছিলেন এবং আর নেই।
পরিবারের সম্পর্ক রাজনীতির উর্দ্ধে। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, আত্মীয় বিজয়ের সমাজসেবার শুরুর দিনগুলোর কথা স্মরণ করলেন বিপুল। বললেন, ভাইয়া আমাদের বাবা জয়শুখলাল রূপানির খুব ঘনিষ্ঠ ছিলেন। ওর সেবামূলক কাজ আর নিষ্ঠা আমাদের গর্বিত করত।
কলকাতার চাঁদনি চকের গাড়ির ব্যবসায়ী বিপুল বলেন, তদন্তই জানাবে কী হয়েছিল। এখন আমাদের একটাই কাজ, ভাইয়ার আত্মার শান্তি কামনা।