রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের বাগদান নিয়ে মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে জীবনের দ্বিতীয় ইনিংসের সূচনাটা করলেন না রিঙ্কু সিং।।কেকেআর তারকা এবং সমাজবাদী পার্টির সাংসদ বন্ধুত্ব এখন একটি নতুন এবং চিরস্থায়ী সম্পর্কে পরিণত হয়েছে। দুজনের পরিবার এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। রিঙ্কু এবং প্রিয়ার বাগদানে সমাজবাদী পার্টির নেতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উপস্থিত ছিলেন।
এছাড়াও সমাজবাদী পার্টির নেতা প্রফেসর রাম গোপাল এবং বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লাও সেখানে উপস্থিত ছিলেন। সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসানের সঙ্গে প্রিয়া সরোজের বন্ধুত্ব সর্বজনবিদিত। প্রিয়া ও রিঙ্কু সিংয়ের বাগদান অনুষ্ঠানে ইকরাও ছিলেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৮ নভেম্বর বারাণসীর কোনও বড় হোটেলে চার হাত এক হবে। সেখানে চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলের তারকারা উপস্থিত থাকতে পারেন। জানুয়ারি মাসেই দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল।
প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। সরোজের বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক। ২৬ বছর বয়সি প্রিয়া আইন নিয়ে পড়াশোনা করেছেন। প্রথমে বিচারক হওয়ার ইচ্ছা থাকলেও পরে বাবার মতো রাজনীতিতে যুক্ত হন।
আপাতত টিম ইন্ডিয়ার হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেন রিঙ্কু। ভারতীয় ক্রিকেট দল তথা কেকেআরে ‘ফিনিশার’ হিসেবে তিনি পরিচিত।কেকেআরের হয়ে তিনি ২০২৫ আইপিএল টুর্নামেন্টও খেলেছিলেন
। কয়েক দিন আগেই উত্তরপ্রদেশ তথা ভারতীয় দলের আর এক ক্রিকেটার কুলদীপ যাদবের বাগদান হয়েছে। কুলদীপ ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন। দলের সঙ্গে আপাতত ইংল্যান্ডে।