Upload By K. Halder at 20th March 2025, 06:31 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ইস্টার উপলক্ষে একদিনের জন্য বা ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা মানছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযোগ ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। তার অভিযোগ অস্ত্রবিরতির সময়সীমার মধ্যে ইউক্রেনে রাশিয়ার আক্রমণাত্মক অভিযান চলছে। রাশিয়ার কুরস্ক অঞ্চল এবং বেলগোরোদে লড়াই অব্যাহত আছে বলেও জানিয়েছেন জেলেনোস্কি।
শনিবার সম্প্রচারিত এক বৈঠকে পুতিন, রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে ৩০ ঘণ্টার সময়সীমার জন্য সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেন। পুতিনের নির্দেশ মত, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে রোববার মাঝরাত পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে বলে জানায় মস্কো। মূলত খ্রিষ্টধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে উপলক্ষে এই অস্ত্রবিরতি ঘোষণা করা হয়।
যদিও পুতিনের এই বক্তব্যের পর এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লেখেন, এখনো পর্যন্ত এটি মানুষের জীবন নিয়ে খেলতে পুতিনের আরেকটি অপচেষ্টা। তার অভিযোগ আকাশে উড়তে দেখা গেছে রুশ ড্রোন, চলছে গোলাবর্ষণ। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে ইস্টার ও ২০২৩ সালের জানুয়ারিতে বড়দিন উপলক্ষে যুদ্ধবিরতির চেষ্টা হলেও উভয় পক্ষ একমত না হওয়ায় তা বাস্তবায়িত হয়নি। এবারে চেষ্টা হলেও তা সত্য হলো না।