ইরানে মার্কিন হামলার হুমকি নিয়ে সতর্ক করল রাশিয়া, জানাল হতে পারে ধ্বংসাত্মক ফল

Published By Subrata Halder on 2nd April 2025 at 02:06 pm

বঙ্গবার্তা ব্যুরো,
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের উপর ট্রাম্পের বোমা হামলার হুমকির বিষয়টি মোটেই ভাল পথে হাঁটবে না বলে সতর্ক করল রাশিয়া।তেহরান টাইমসের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বিষয়ক জার্নাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-কে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী সের্গেই রিয়াবকভ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন এই হুমকি ও আল্টিমেটাম উত্তেজনা আরও বাড়াবে।
পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে তেহরান চুক্তি না করলে ইরানের উপর বোমা ফেলার চরম হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আর এর পরেই পাল্টা প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে ক্ষেপণাস্ত্র মজুত করছে তেহরান।এই পরিস্থিতি নিয়েই মুখ খুলেছে রাশিয়া। রিয়াবকভের মত, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি সতর্ক করে বলেন, “এর ফলাফল, বিশেষত যদি পারমাণবিক পরিকাঠামোতে হামলা হয়, পুরো অঞ্চলের জন্য তা ধ্বংসাত্মক হতে পারে।”


গত বছর মে মাসেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএর গোপন প্রতিবেদনে জানানো হয় যে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আগের চেয়েও অনেকটা এগিয়ে নিয়ে গেছে ইরান। আর এর ফলে ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বলে সন্দেহ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ার। যদিও ইরান জোর দিয়ে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি কোনো পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়। তেহরানের অভিযোগ, নিরস্ত্রীকরণের অজুহাতে পরমাণু বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ‘কোপ’ বসাতে চাইছে আমেরিকা এবং ইজরায়েল।রাশিয়ার উপ- বিদেশমন্ত্রী রিয়াবকভ এমন পরিস্থিতেতেই শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।রাশিয়া এতে সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

14:41