অস্ত্রোপচারের পর বিপদমুক্ত সইফ আলি খান, আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর

বঙ্গবার্তা ব্যুরোঃ বাড়িতে ঢুকে পড়া দুষ্কৃতীর ছুরির আঘাতে আহত অভিনেতা সাইফ আলি খান এখন বিপদমুক্ত। সুস্থ হয়ে উঠছেন সইফ, জানিয়েছেন লীলাবতী হাসপাতালের চিকিৎসক। গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে চিকিৎসক নীতিন ডাঙ্গে জানিয়েছেন “অজ্ঞাত ব্যক্তির আক্রমণের জেরে আহত সইফ আলি খানকে রাত ২ টোর সময় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিরদাঁড়াতে ছুরির কোপের কারণে তার বুকে ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। অস্ত্রোপচারের পাশাপাশি প্লাস্টিক সার্জারি করে বাম হাতে আরও দুটি গভীর ক্ষত এবং ঘাড়ে আরও একটি ক্ষত মেরামত করা হয়েছে। তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল। সুস্থ এবং বিপদমুক্ত, বলে দাবী চিকিৎসকের। অভিনেতার শরীরে
ছটি স্থানে ছুরির কোপ পড়েছে। বাড়িতে হামলার ঘটনায় আটক করা হয়েছে ৩জনকে আটক করেছে মুম্বাই পুলিশ। রাতে অভিনেতার বাড়িতে ৭ জন নিরাপত্তারক্ষী ছিলেন। তারপরেও কীভাবে ওই দুষ্কৃতী প্রবেশ করল তা নিয়েও প্রশ্ন উঠছে।
সইফের বাড়িতে হামলার নেপথ্যে কে বা কারা তা জানতে বুধবার মাঝরাত থেকেই সক্রিয় মুম্বই পুলিশ। অভিনেতার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ চেক করার পাশাপাশি বাড়ির নিরাপত্তারক্ষী এবং পরিচারকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সইফের বাড়িতে দুষ্কৃতী হামলার পর আরও একবার মুম্বইয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুম্বইয়ের পাশাপাশি গোটা দেশে চাঞ্চল্য তৈরি হয়েছে। সইফ আলি খানের ওপর হামলার ঘটনায়। উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের রাজনীতিবিদ ও তারকা ব্যক্তিত্ব। এই নিয়ে এক্স সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,“বিখ্যাত অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনা খুবই উদ্বেগের। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।আমি বিশ্বাস করি যে আইন, আইনের পথে চলবে এবং যারা দায়ী তারাও ধরা পড়বে। এই কঠিন সময়ে শর্মিলাদি, কারিনা কাপুর এবং পরিবারের সঙ্গে থাকল আমার প্রার্থনা।