বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর:
ছবি- সোশ্যাল মিডিয়া
আইপিএলের মঞ্চকে ব্যবহার করে যে সমস্ত ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন বরুণ চক্রবর্তী ক্রিকেটের পাশাপাশি একাধিক পেশা জীবনে বেছে নিয়েছিলেন বরুণ। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটই তার জীবন বদলে দিয়েছে ক্রিকেটের সৌজন্যে বদলে গিয়েছে জীবনের মান। আয় ও বেড়েছে কয়েক গুণ ২০২১ আইপিএলে কেকেআর দলে সুযোগ মেলে।
কলকাতা নাইট রাইডার্সে তো তাঁর জুড়ি মেলা ভার। বিশ্বাস জিতে নিয়েছেন দলের। তারপর পিছনে ফিরে তাকাতে হয়নি। ভারতের টি২০ দলে সুযোগ পাওয়ার পর পাশাপাশি সুযোগ করে নিয়েছেন একদিনের দলেও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত বোলিং করেছেন। সেখানে দুর্দান্ত পারফর্ম করে স্বাদ পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের।।
স্থাপত্যবিদ্যা (আর্কিটেকচার) থেকে স্পিন বোলিংয়ে তাঁর যাত্রাপথের গল্প অনেকেরই জানা। কিন্তু এখন তিনি জানিয়েছেন ক্রিকেটে এসে প্রায় ৪২০০ শতাংশ বেড়েছে তাঁর বেতন।
ক্রিকেটে আসার আগে দিনপ্রতি তাঁর আয় ছিল ৬০০ টাকা। আর এখন আয় ২৬,০০০ টাকা। অশ্বিনের শো তে বরুণ বলেন, কলেজ শেষ করার পর দেড় বছর একটা সংস্থায় চাকরি করতাম। মাসে ১৪ হাজার টাকায় শুরু হয়েছিল। ছাড়ার সময় মাসে ১৮ হাজার টাকা করে পেতাম। তার পর কিছু দিন গিটার শিখেছিলাম। ৬-৮ মাস পর সেটাও বন্ধ করে দিয়েছিলাম। বেশি দিন কিছুই ভাল লাগত না। তখন আমার ২৪-২৫ বছর বয়স।
একই সঙ্গে বরুণ বলেছেন, আমার কিছু বন্ধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল, তাই আমি তাদের সঙ্গে শুটিংয়ে যেতে শুরু করি। একবার আমি দেখলাম ওরা ‘জীভা’ নামের একটা সিনেমার শুটিং করছে — ওটা ছিল ক্রিকেট-ভিত্তিক ছবি। আমি সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেই কাজটা হয়নি।
শেষ পর্যন্ত ক্রিকেট তাকেই বেছে নিয়েছিলাম ক্রিকেটের সৌজন্যে আজ আমার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছে।